বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

মোদির মন্ত্রিসভায় কারা পেলেন কোন দায়িত্ব

মোদির মন্ত্রিসভায় কারা পেলেন কোন দায়িত্ব

শপথগ্রহণের পর বৃহস্পতিবার ঘোষিত হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মোট ৫৮ জন বৃহস্পতিবার রাষ্ট্রপতির সামনে শপথগ্রহণ করেছেন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন।

একনজরে কে কোন মন্ত্রণালয় পেলেন তার তালিকা-
অমিত শাহ পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়,
রাজনাথ সিং পেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, নির্মলা সীতারমন অর্থমন্ত্রণালয় ও কর্পোরেট অ্যাফেয়ার্স,
সাবেক পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রণালয়,
নিতিন গডকড়ি সড়ক পরিবহণ, হাইওয়ে, মাইক্রো, স্মল ও মিডিয়াম ইন্ডাস্ট্রিজ মন্ত্রণালয়,
রামবিলাস পাসোয়ান ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন,
নরেন্দ্র সিং তোমর কৃষি, কৃষক উন্নয়ন, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী,
রাজ রবিশঙ্কর প্রসাদ আইন ও বিচার এবং জ্ঞাপন ও তথ্যপ্রযুক্তি,
হরসিমরত কউর বাদল খাদ্য প্রক্রিয়াকরণ,
থাওহর চাঁদ গেহলট সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন,
রমেশ পোখরিয়াল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়,
অর্জুন মুন্ডা উপজাতি উন্নয়ন,
স্মৃতি ইরানি মহিলা ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়,
হর্ষবর্ধন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি,
প্রকাশ জাভড়েকর পরিবেশ, বন, আবহাওয়ার পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,
পীযূষ গোয়েল রেল ও শিল্প, ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং স্টিল,
মুক্তার আব্বাস নকভি সংখ্যালঘু উন্নয়ন,
প্রহ্লাদ যোশী সংসদীয় অ্যাফেয়ার্স, কয়লা ও খনি
মহেন্দ্র নাথ পাণ্ডে স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোগ
অরবিন্দ গণপত সাওয়ন্ত পেলেন ভারী শিল্প ও সরকারি সংস্থা,
গিরিরাজ সিং পেলেন পশুপালন, ডেয়ারি ও মৎস্য মন্ত্রক,
গজেন্দ্র সিং শেখাওয়াত পেলেন জলশক্তি মন্ত্রণালয়,
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সন্তোষ কুমার গাঙ্গওয়ার পেলেন শ্রম ও কর্মসংস্থান,
রাও ইন্দরজিত সিং পেলেন স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ও পরিকল্পনা মন্ত্রক
শ্রীপদ ইয়েসো নায়েক পেলেন আয়ুর্বেদ, যোগ, ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি
জীতেন্দ্র সিং উত্তর-পূর্ব উন্নয়ন কিরেণ রিজিজু ইয়ুথ অ্যাফেয়ার্স ও ক্রীড়া
প্রহ্লাদ যোশী পেলেন সংষ্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়
রাজ কুমার সিং শক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি
হরদীপ সিং পুরী পেলেন হাউসিং ও নগরোন্নয়ন এবং অসামরিক বিমান পরিবহণ
মনসুখ এল মাণ্ডব্য পেলেন জাহাজ মন্ত্রক ও রায়াসনিক ও সার মন্ত্রণালয়।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877