স্বদেশ ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন চায়বেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি সফল হলে, তিনি হবেন বিচ্ছিন্ন দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতাকরী মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকাকে আবার মহান এবং গৌরবময় করার জন্য আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থীতার কথা ঘোষণা করছি।
ট্রাম্প এ ধরনের ঘোষণা দিবেন বলে প্রত্যাশিত ছিল। ধারণা করা হচ্ছিল যে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপুল জয়ের পর উল্লাসে তিনি এ ঘোষণা দিবেন। কিন্তু নির্বাচনে রিপাবলিকানরা কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। সিনেটে যারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, প্রতিনিধি পরিষদে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে কি-না তা অস্পষ্ট। সেইসাথে তার ঘনিষ্ট কয়েকজন সহকর্মী নির্বাচনে হেরে গেছেন। এ প্রেক্ষাপটে তিনি মঙ্গলবার রাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন।
তবে তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবেন কিনা নিশ্চিত নয়। তিনি বেশ কয়েকজনের কাছ থেকে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে রয়েছে- সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।
সূত্র : সিএনএন