স্বদেশ ডেস্ক:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউপিনয় পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ভোটকেন্দ্রের সামনে উভয়পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।
জানা যায়, হাইকোর্টের আদেশে গোপালপুরের ঝাওয়াইল ও হেমনগর ইউপিতে ভোটগ্রহণ স্থগিত ছিল। আজ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সেই ভোটগ্রহণ শুরু হয়েছে।